সারারাতের বৃষ্টি, কোথায় কত হল? দেখুন তালিকা

শহরের একাধিক অঞ্চলে হাঁটু সমান জল জমেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mrrere

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাতভর টানা বৃষ্টির পর সকাল হতেই জলমগ্ন চেহারা নিল শহর কলকাতা। বৃহস্পতিবার সকাল থেকেই পুরসভার নিকাশি পাম্পিং স্টেশনগুলির তথ্য অনুযায়ী, শহরের একাধিক অঞ্চলে হাঁটু সমান জল জমেছে। বিশেষ করে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে — প্রায় ২০০ মিলিমিটার।

কলকাতা পুরসভার তরফে জানা গিয়েছে, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন নিকাশি পাম্পিং স্টেশনে বৃষ্টির পরিমাণ ছিল নিম্নরূপ:

যোধপুর পার্ক – ১৯৫ মিমি (সর্বাধিক)

মানিকতলা – ৮০ মিমি

দত্ত বাগান – ৭৭ মিমি

বীরপাড়া – ৭৮ মিমি

মার্কাস স্কোয়ার – ৬৮ মিমি

বালিগঞ্জ – ৬৬ মিমি

চেতলা – ৪৭ মিমি

মমিনপুর – ৬৭ মিমি

কালীঘাট – ৬৪ মিমি

ধাপা – ৬২ মিমি

তপসিয়া – ৬৩ মিমি

উল্টোডাঙা – ৬৮ মিমি

কামডহরি – ৬৩ মিমি

পামার বাজার – ৭৮ মিমি

ঠনঠনিয়া – ৭২ মিমি

উত্তর কলকাতার ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ও যাদবপুর— সর্বত্র জল জমার দৃশ্য ধরা পড়ছে। রাস্তা ভরে উঠেছে হাঁটু জলে, যাতায়াতে ব্যাঘাত ঘটেছে অফিসযাত্রী ও সাধারণ মানুষের।