/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: এবার ফের একবার বিস্ফোরক ট্যুইট করলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "পঁচাত্তর বছরের কংগ্রেসী-বামপন্থী কুশিক্ষা বাঙালি হিন্দুকে ভুলিয়ে দিয়েছে কি অপরিসীম অত্যাচার পূর্ববাংলায় তাদের উপর করেছে বাঙালি মুসলমানেরা। যে ভারত সেই সময় তাদের আশ্রয় দিয়েছিল তাদেরকে শত্রু ঠাউরে এখন বাঙালি উদ্বাস্তু হিন্দুরা বাংলাদেশী মুসলমানের দিকে প্রেমের বাণী ছুঁড়ছে ! এই করতে থাকলে বাঙালি হিন্দুর বিলুপ্তি কে আটকাবে!" এছাড়াও তিনি স্পেনীয় দার্শনিক জর্জ সান্তায়ানার একটি বিখ্যাত উক্তি নিজের ট্যুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন। যা হল- “যে জাতি নিজের ইতিহাস ভুলে যায় তাদের কপালে আছে সেই ইতিহাসের কবলে পড়ে আবার যন্ত্রনা পাওয়া”। তথাগত রায়ের এই ট্যুইট ঘিরে চরম শোরগোল শুরু হয়েছে।
পঁচাত্তর বছরের কংগ্রেসী-বামপন্থী কুশিক্ষা বাঙালি হিন্দুকে ভুলিয়ে দিয়েছে কি অপরিসীম অত্যাচার পূর্ববাংলায় তাদের উপর করেছে বাঙালি মুসলমানেরা। যে ভারত সেই সময় তাদের আশ্রয় দিয়েছিল তাদেরকে শত্রু ঠাউরে এখন বাঙালি উদ্বাস্তু হিন্দুরা বাংলাদেশী মুসলমানের দিকে প্রেমের বাণী ছুঁড়ছে !…
— Tathagata Roy (@tathagata2) June 16, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us