২ ভাইপোর সরকারি চাকরি! 'কালীঘাটের কাকু'র হাতে টাকা দিত কে? হল ফাঁস

মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা অত্যন্ত ঘনিষ্ঠ নেত্রী আবার উঠে এলেন আলোচনায়। বেশ কিছুদিন ধরেই সোনালী গুহ একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। এতেই স্পষ্ট দলের সঙ্গে তাঁর দূরত্ব।

New Update
sonaliguha

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণপুরের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা বলে পরিচিত জ্ঞানানন্দ সামন্তর বাড়িতে হানা দেয় ইডি। এই জ্ঞানানন্দ সামন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য। সরকারি চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা তুলেছেন জ্ঞানানন্দও, এমন অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতার একদা ছায়াসঙ্গী সোনালী গুহ। সরকারি চাকরি দেওয়ার নামে টাকা তুলে সেই টাকা 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের হাতে পৌঁছে দিতেন জ্ঞানানন্দ, এমন অভিযোগে তুলেছেন সোনালী। এমনকী জ্ঞানানন্দ টাকা নিয়ে তাঁর দুই ভাইপোকেও সরকারি চাকরি করে দিয়েছিলেন বলে দাবি তাঁর। যদিও পরবর্তী সময়ে তাঁদের সেই চাকরি হারাতে হয়। জ্ঞানানন্দ সামন্ত নাকি অনেকের থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিতেন বলে দাবি করেন সোনালী। ভাইপোদের থেকেও নাকি টাকা নিয়েছেন।