/anm-bengali/media/media_files/nK5fkz18S5r6exPXa8oO.jpg)
নিজস্ব সংবাদদাতা: শেখ শাহজাহান কে? উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তিনি। এছাড়াও সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হলেন শাহজাহান। এই শাহজাহানই ২০০৩ সালে ছিলেন সন্দেশখালি-সরবেড়িয়া রুটের ট্রেকারের হেল্পার। মামা ছিলেন পঞ্চায়েত প্রধান। সেই সুবাদে মাছের ভেড়ির ব্যবসা শাহজাহানের। তবে শাহজাহানকে নিয়ে সন্দেশখালিতে নানা মত। অেকেরই দাবি, শাহজাহান নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেন।
২০১৯ সালের লোকসভা ভোটে সন্দেশখালি থেকে নুসরতকে 'লিড' পাইয়ে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে নাকি বড় ভূমিকা ছিল শাহজাহানের। গত পঞ্চায়েত ভোটে দলের তরফ থেকে প্রার্থী করা হয় শেখ শাহজাহানকে। ভোটে জিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে বসেন। এরই মাঝে রেশন দুর্নীতিতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলাকালীনই ওঠে শাহজাহানের নাম।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/post_attachments/05c7c0675bba9ec442e6967556358f3cc0e776a5f68d5f1b071f07785625a9de.jpeg)
/anm-bengali/media/post_attachments/f486d4f89982304f8c1dc852ce1adc6b2c40420fd1f9f1519f1b2530c7ad6f6d.jpeg)
/anm-bengali/media/post_attachments/400f629bf0dbbc64aeab9b48e251b8fbe36161d6f7458657dd5f3ca5c41d67b8.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us