বড় আপডেটঃ ঘূর্ণিঝড় রেমাল এখন কোথায়? এক ক্লিকেই দেখুন লাইভ

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তের বড় আপডেট।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
.,mn

নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে জন্ম হয়েছে ঘূর্ণিঝড় রেমালের। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। ২৬ তারিখ অর্থাৎ আজ লাল সতর্কতা জারি হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় সাগর দ্বীপ ও খেপুপাড়ার মাঝে আজ মধ্যরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। 

https://www.windy.com/-Hurricane-tracker/hurricanes/remal?waves,22.096,91.033,6,m:ecKaiJs

Add 1