Panchayat Polls: রক্ত, খুন, হিংসা! পালিয়ে গেল কেন্দ্রীয় বাহিনী

ভোটে হিংসা এবং সন্ত্রাস আটকাতে কেন্দ্র থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কিন্তু বাহিনী কোথায়? রাজ্যজুড়ে যে পরিমাণ সন্ত্রাস ছড়িয়ে পড়ছে মুহুর্মুহু সেটা দেখে উঠছে এই প্রশ্ন।

New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অবশেষে মুখ খুলল রাজ্য নির্বাচন কমিশন। জানা গেল যে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস আটকাতে মোট ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কিন্তু যে যে বুথে রক্ত ঝরছে এবং হিংসা ছড়িয়ে পড়ছে খুব আশ্চর্যজনকভাবে সেখানে কেন কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না? এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা নিয়ে সরব হয়েছে খোদ তৃণমূল। ভোটারদের অনেকেই বলছেন যে সীমাহীন সন্ত্রাস দেখে হয়তো পালিয়ে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।