পায়ের যন্ত্রণায় বাড়িতেই মমতা! কবে থেকে বেরোবেন প্রচারে?

ভোটের আগে হঠাৎ করেই প্রচারের মধ্যে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখন ডাক্তারদের পরামর্শে বাড়িতেই বিশ্রাম নিতে হচ্ছে তাঁকে। কিন্তু ভোটের প্রচারের কী হবে?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata nam.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের মত পঞ্চায়েত নির্বাচনের মুখেও পায়ে এবং কোমরে আঘাত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে এসএসকেএম হাসপাতালে তাঁর এমআরআই করার পর লিগামেন্টে চোট পেয়েছেন বলে জানা যায়।এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার কথাও বলা হয়েছিল। তবে তিনি বাড়িতে ফিরে যান। বাসভবনেই বিশ্রাম নিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রীকে। পঞ্চায়েত নির্বাচনের মুখে কবে থেকে প্রচারে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়? 

যেহেতু লিগামেন্টে চোট রয়েছে তাই সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। কিন্তু কবে থেকে আবার প্রচারে মাঠে নামবেন বাংলার মুখ্যমন্ত্রী, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও তথ্য সামনে আসেনি। দ্রুত যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে ওঠেন এবং পঞ্চায়েত ভোটের প্রচারে ঝড় তুলতে পারেন, তার জন্য প্রার্থনায় তৃণমূলের নেতা কর্মীরা।