Panchayat Polls: ১৬ দিনে বলি ১০! কবে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী?

পশ্চিমবঙ্গে ভোট উপলক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর আসা নিয়ে স্পষ্ট নয় কমিশনারের বয়ান। কী অ্যাকশন নেবেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা? সেই বিষয়টি স্পষ্ট নয় এখনও।

author-image
Anusmita Bhattacharya
New Update
central1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৮ জুলাই পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে। অর্থাৎ পঞ্চায়েত ভোটের আর ১৪ দিন বাকি। এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে চুপ রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে কবে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী? ইতিমধ্যেই ১৬ দিনে ১০ জনের মৃত্যু হয়ে গেছে রাজ্যে ভোটের আগেই। গতকাল রাজ্যের বেশ কিছু জায়গায় রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। 

কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে আলোচনা করতে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে এসেছিলেন কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর ও অন্য আধিকারিকরা। বাহিনী এলেও কোথায় তাদের রাখা হবে, কোথায় মোতায়েন করা হবে- এই সব ব্যাপারে এখনও কিছুই জানায়নি কমিশন। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকেও তা স্পষ্ট হয়নি বলে জানা গেছে। এর জেরেই বাহিনীর আসার বিষয়ে বিলম্ব হচ্ছে বলে অনুমান করা হচ্ছে।