/anm-bengali/media/media_files/mH8NOFLHqCQtVgbM2cAV.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার চরম নিশানা করলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/7alA5l3bsdJ3AtiA7YsQ.jpg)
তিন বলেছেন, "যখন গোটা পশ্চিমবঙ্গ ন্যায়বিচারের দাবীতে উত্তাল তখন মাননীয়া কি ভাবছেন? জানি না, আন্দাজ করতে পারি। “আমাকে আন্দোলন দেখাচ্ছ খুকীরা? চালিয়ে যাও, দেখি কতক্ষন দম থাকে! ঘুষ নিয়ে পার্থ আর তার রক্ষিতা চাকরি দিল। ওরা বেকায়দায় পড়তেই ফেলে দিলাম। এক হাজার দিনের উপর আন্দোলন চলল। আমার টিকি ছুঁতে পারল ? খুকীরা, এই খেলায় আমি অনেক পুরোনো খেলোয়াড় ! এই করে করেই তো সত্তর বছর বয়স হল ! আমার মুছলমানের ভোট আছে, ক্লাবে ক্লাবে ক্যাওড়া লুম্পেন আছে। কেন্দ্র, সুপ্রিম কোর্ট পর্যন্ত জাল ফেলা আছে। তোমরা আমার কাঁচকলা করবে। আমি চললাম ঘুমোতে”। প্রতিজ্ঞা করুন, এই সুখ যেন না টেঁকে। কংস থেকে হিটলার পর্যন্ত কেউ টেঁকে নি"।
যখন গোটা পশ্চিমবঙ্গ ন্যায়বিচারের দাবীতে উত্তাল তখন মাননীয়া কি ভাবছেন? জানি না, আন্দাজ করতে পারি।
— Tathagata Roy (@tathagata2) August 14, 2024
“আমাকে আন্দোলন দেখাচ্ছ খুকীরা? চালিয়ে যাও, দেখি কতক্ষন দম থাকে!
ঘুষ নিয়ে পার্থ আর তার রক্ষিতা চাকরি দিল। ওরা বেকায়দায় পড়তেই ফেলে দিলাম। এক হাজার দিনের উপর আন্দোলন চলল। আমার…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)