/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সম্পর্কে শুক্রবার অর্থাৎ আজ মৃত চিকিৎসকের বাবা বলেন, "আমরা তার সঙ্গে কথা বলতে পারিনি। যেদিন ঘটনাটি ঘটে সেদিন তিনি আমাদের ডেকেছিলেন কিন্তু শিক্ষার্থীরা আমাদের যেতে নিষেধ করেছিল। উনি ঘটনাস্থলে এসেছিলেন, কিন্তু আমাদের সঙ্গে কোনও কথা বলেননি।"
#WATCH | Kolkata doctor rape-murder case: "...We have not been able to speak with him. The day the incident occurred, he called us but the students told us not to go. He came there (incident spot) but he did not speak with us," says the father of deceased doctor on former… pic.twitter.com/u87u98MXAl
— ANI (@ANI) August 23, 2024
সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, "সিবিআই দেশের অন্যতম বড় সংস্থা। কিন্তু মামলাটি হাতে নেওয়ার ১০ দিনে এখন পর্যন্ত ভালো ফল করতে পারেনি তারা। আমরা দাবি জানাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হোক এবং কঠোর শাস্তি হোক।"
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "প্রয়োজনে আমরা দ্বারস্থ হব। আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us