/anm-bengali/media/media_files/47VgK9QpxBlkGNjuiSrN.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ, শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশে ঘন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৯টা নাগাদ শহরের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল প্রায় ৮৭ শতাংশের কাছাকাছি। যদিও দিনের শুরুটা ছিল অপেক্ষাকৃত শান্ত, তবে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে শহরের একাধিক অঞ্চলে।
তবে বৃষ্টি হলেও শহরের গরম কমছে না। ‘রিয়েল ফিল’ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকায় ভ্যাপসা গরম এবং ঘেমে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে নাগরিক জীবনে। দক্ষিণ দিক থেকে আসা হালকা হাওয়া কিছুটা স্বস্তি দিলেও, বিকেলের দিকে বজ্রঝড় শুরু হলে পরিস্থিতি পাল্টাতে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/8g3DhdftYm3Gx7biRSPA.jpg)
শহরের বেহালা, EM বাইপাস ও পার্ক সার্কাস অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তর কলকাতায় কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা থাকলেও মেঘলা আকাশ সারাদিন জুড়ে বিরাজ করবে।
এদিকে, গত জুলাই মাসে টানা বৃষ্টিপাতের জেরে শহরের একাধিক রাস্তায় গর্ত তৈরি হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, অন্তত ১০ দিনের টানা শুকনো আবহাওয়া না হলে শহরের রাস্তাগুলির পূর্ণ মেরামত সম্ভব নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us