New Update
/anm-bengali/media/media_files/M1jqcsc2AvvraZZVmPF7.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: নবমীতে জোরদার বৃষ্টির সম্ভাবনা বাংলায়। ফলে বৃষ্টিতে মাটি হতে পারে আপনার পুজোয় ঘোরাঘুরি। তবে এই টিপসগুলো মানলে একটু হলেও সেই কষ্ট দূর হতে পারে।
১. ছাতা রাখবেন। যতজন সদস্য প্যান্ডেলে যাবেন ততজনের ছাতা নেবেন।
২. রেনকোট রাখবেন। বাড়ির ছোট সদস্যটির মাথায় বৃষ্টির জল লাগলে সর্দি হতে পারে। তাই সুরক্ষা আগে থেকেই নিয়ে রাখুন।
৩. জুতো বা জামা এমন পরুন যাতে বৃষ্টির জল বা কাদা ছিটলেও তাতে আপনার সমস্যা না হয়। কাপড়ের জুতো না পরার চেষ্টা করুন আজ।
৪. পোশাক এমন বাছুন যেটা পায়ের নিচে গড়াগড়ি না খায়।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us