BREAKING: "পুলিশের শক্তি দেখব"! চাকরিহারা শিক্ষকদের আন্দোলন আটকে দিলে কি করবেন তারা?

আজ চাকরিহারাদের আন্দোলনে উত্তাল পরিবেশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: আজ যোগ্য শিক্ষকদের নবান্ন অভিযান। তাদের রুখতে পুলিশ তৈরি। দশ ফুট উঁচু লোহার ব্যারিকেড ও গার্ডরেল রয়েছে। জলকামান রাখা আছে। এই অবস্থায় যদি তাদের আটকে দেওয়া হয় তাহলে কি করবেন বিক্ষোভকারীরা?

এক বিক্ষোভকারী উত্তর দিয়েছেন যে যেখান থেকে তাদের আটকে দেবে পুলিশ সেখান থেকেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করবেন। তারা পিছিয়ে যাবেন না, সোজা জানিয়ে দিলেন। "পুলিশের শক্তি দেখব", চ্যালেঞ্জ বিক্ষোভকারীদের।

Day after police action, teachers who lost job take out mega rally in  Kolkata | Kolkata News - The Indian Express