গ্রেপ্তার হওয়ার আগে ঠিক কি বলেছিলেন সুকান্ত মজুমদার?

আঁচ গিয়ে পড়েছে লালবাজারেও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Large image Sukanta doctor

File Picture

নিজস্ব সংবাদদাতা: ডঃ রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের দিকে বিজেপির রোড মার্চ থামানোর অভিযোগে এমনিই দুপুর থেকে ধুন্ধুমার চলছে ভবানীপুরে। যার আঁচ গিয়ে পড়েছে লালবাজারেও।

কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে এদিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "আমাদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। তারা (পুলিশ) আমাদের সেখানে ছাড়া অন্য কোথাও যেতে বলেছে। তারা আমাদের এর কোনও কারণ দেয়নি। পশ্চিমবঙ্গ সরকারের অন্তত কিছু নিয়ম-কানুন থাকতে পারে। এটি কি মাদ্রাসা সরকার যে তারা যা বলে বা ফতোয়া জারি করে তা সঠিক? এটি কি ফতোয়া দেওয়া সরকার? আমরা অনুরোধ করছি যে পুলিশ যদি সম্ভব হয় আমাদের সেখানে নিয়ে চলুক। আমি এর জন্য অপেক্ষা করছি। তারা চাইলে আমাদের গ্রেপ্তার করতে পারে। এটি নতুন কিছু নয়। তারা কখনও গুন্ডাদের গ্রেপ্তার করবে না। গতকাল, আমাদের কর্মীদের উপর গুন্ডারা আক্রমণ করেছিল এবং তারা কিছু কর্মীর শ্লীলতাহানির চেষ্টাও করেছিল। কাউকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু আজ আমাদের গ্রেপ্তার করা হবে"।

sukanta