/anm-bengali/media/media_files/05EBYLsg0czghjCsAqY2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
/anm-bengali/media/media_files/MWkIItyalr3TncanBCoB.jpg)
তিনি বলেছেন, "আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনায় কী আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রাক্তন কংগ্রেসম্যান কপিল সিবালের নেতৃত্বে ২১ জন আইনজীবী - এখন এসপির রাজ্যসভার সদস্য - বঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করছেন, যা 'ক্ষমতার অপব্যবহারের' অভিযোগে অভিযুক্ত। কল্পনা করুন: একদিকে কলকাতার শহরতলীতে বসবাসকারী একটি গড় মধ্যবিত্ত পরিবার, যার মেয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে, আর অন্যদিকে দুর্নীতিবাজ এবং ক্ষমতাবানদের জোট। এটি একটি অসম যুদ্ধ। তবে পশ্চিমবঙ্গের মানুষ জয়ী হবেই, যাই হোক না কেন"।
What is Mamata Banerjee trying to hide in the RG Kar Medical College & Hospital rape and murder case?
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) August 22, 2024
21 lawyers, led by former Congressman Kapil Sibal—now a Rajya Sabha member of the SP—are representing the Bengal Govt, which stands accused of ‘abuse of power’. It’s no surprise… pic.twitter.com/XCcNNEBgkS
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us