New Update

File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে ঘটনার দিন ঠিক কী হয়েছিল? সেই তথ্যই এখন তাড়া করে বেড়াচ্ছে সিবিআইকে। পরপর তিন দিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে মিলেছে বেশ চাঞ্চল্যকর তথ্য। এমনকি তাঁর কথাতেও মিলেছে অসঙ্গতি। এরই মধ্যে সিবিআই ঘটনার দিন উপস্থিত থাকা ২০ জনের বয়ান রেকর্ড করেছে।
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
যার মধ্যে রয়েছেন – চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা রক্ষীরা। ‘ঘটনার দিন তারা কে কি করছিলেন?’ ‘কখন হাসপাতালে এসেছিলেন?’ ‘কখন ঐ চিকিৎসকের সাথে তাঁদের দেখা হয়েছিল?’ ‘অভিযুক্ত সঞ্জয় রায়কে কে কখন দেখেছিলেন?’ ‘বহিরাগত কাউকে দেখা গিয়েছিল কিনা ওই রাতে?’ এমনই বেশ কিছু প্রশ্ন করা হয়েছে এই ২০ জনকে, বলেই জানা যাচ্ছে। আর এর থেকেই মিলবে ঘটনার দিনের আসল সত্য, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।
/anm-bengali/media/media_files/w0YdaC0przn7JTINtnKa.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us