মাথা মুড়িয়ে অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের! নিজেকে 'ভাগ্যবান' বললেন কৌস্তভ

আজ অভিনব প্রতিবাদ করল চাকরিপ্রার্থীরা।

New Update
koustab.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ আন্দোলন চলছে চাকরিপ্রার্থীদের। রোদ জল মাথায় নিয়ে দিনের পর দিন বসে থেকেছেন রাজপথে। কিন্তু তারপরেও মেলেনি নিয়োগপত্র। এসবের মধ্যে এদিন অভিনব প্রতিবাদ করতে দেখা গেল এসএলএসটি চাকরিপ্রার্থীদের। ধর্মতলার ধর্না মঞ্চে মাথা কামিয়ে ন্যাড়া হলেন প্রতিবাদীরা। শুধু পুরুষরা নন, মাথা কামাতে দেখা গেল মহিলা চাকরিপ্রার্থীদেরও। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। জামিন পেতেই বাংলার শাসককে স্বৈরাচারী আখ্যা দিয়ে মাথা কামিয়ে ফেলেছিলেন কৌস্তভ। এবার তাঁর দেখানো রাস্তায় চাকরিপ্রার্থীরা হাঁটায় খুশি কৌস্তভ।

এই প্রসঙ্গে কৌস্তভ বলেন, "এদের সঙ্গে তো কম দমনপীড়ন হয়নি। কতবার পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে, মারধর করেছে, তারপরেও ওরা দাঁতে দাঁত চেপে আন্দোলন করছে। প্রতিবাদ স্বরূপ মাথা কামিয়েছে। কিন্তু, আমার প্রতিবাদের ভাষা যদি কোনওভাবে ওদের অনুপ্রাণিত করে থাকে তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব।"

hire