/anm-bengali/media/media_files/Hn4kZGwIEOIV5R4xnHgp.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার সৃজন ভট্টাচার্যের পোস্টকে কেন্দ্র করে চরম জবাব দিলেন বিজেপি নেতা সৃজন ভট্টাচার্য।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
সৃজন ভট্টাচার্য বলেছেন, "আচ্ছা, 'সদস্যতা' বলে বাংলা ভাষায় কোনো শব্দ হয়?" এর পাল্টা তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, "সদস্যতা বলে বাংলায় কোন শব্দ হয় না, কমরেড, লাল সেলাম, আজাদী , ইনকিলাব , ইনসাফ এগুলো বাংলা শব্দ।। কার্ল মার্কস, লেনিন, ডেমুথ, চে এরা তো বাংলার গলিতে খেলাধুলা করতে করতে বেড়ে ওঠা লোকজন।। ছেলেটার ফ্রাস্ট্রেশন বোঝা যায়, শিক্ষিত ছেলে কিন্তু বেকার।। সংসার আছে এবং পার্টির ভাতার উপর নির্ভর করে ,পারিবারিক সম্পত্তির ওপর ভরসা করে জীবন যাপন করলে একটু কষ্ট হয়।। পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসার পর এইসব বেকার বামদের চাকরির ব্যবস্থা করা হবে নিশ্চয়ই।।"
সদস্যতা বলে বাংলায় কোন শব্দ হয় না, কমরেড, লাল সেলাম, আজাদী , ইনকিলাব , ইনসাফ এগুলো বাংলা শব্দ।।
— Tarunjyoti Tewari (@tjt4002) November 20, 2024
কার্ল মার্কস, লেনিন, ডেমুথ, চে এরা তো বাংলার গলিতে খেলাধুলা করতে করতে বেড়ে ওঠা লোকজন।।
ছেলেটার ফ্রাস্ট্রেশন বোঝা যায়, শিক্ষিত ছেলে কিন্তু বেকার।। সংসার আছে এবং পার্টির ভাতার উপর… pic.twitter.com/ksodWfI00T
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us