New Update
/anm-bengali/media/media_files/4Qt7KhMcuon69zltowv9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে সারা দেশ তোলপাড়। এই আবহেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফি টেস্ট করানো হয়েছে।
/anm-bengali/media/post_attachments/1da94dd9-d27.png)
জানেন কি টেস্টের সময়ে ধৃত সঞ্জয় কি কি জানিয়েছেন? সিবিআই সূত্রে জানা গিয়েছে যে, ঘটনার দিন সঞ্জয় রায় যৌনপল্লিতে গিয়েছিল। তবে সঙ্গম করেনি সে, কিন্তু নিজের প্রেমিকার কাছ থেকে তার ব্যক্তিগত ছবি চেয়েছিলেন। পরে হাসপাতালে আসার সময় এক মহিলাকে রাস্তায় উত্ত্যক্তও করে সে।
আরও জানা গিয়েছে যে, রাত ১১.১৫ নাগাদ সে তার এক বন্ধুর সঙ্গে মদ খেয়েছিল সঞ্জয়।
/anm-bengali/media/post_attachments/8b2105d25601e0cfb0b3f024f2ee3c91c49b93f106af5ccaa6550aba7b035d1c.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us