এত টাকা কোথা থেকে? ED-র প্রশ্নে মুখ খুললেন জ্যোতিপ্রিয়?

এবার ইডির জেরার মুখে পড়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পর পর প্রশ্ন করে চলেছে তাকে গোয়েন্দা সংস্থা। তার মধ্যে অবশ্যই টাকা নিয়ে প্রশ্ন রয়েছে। রইল বাকি আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
jyoti1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ জ্যোতিপ্রিয় মল্লিককে সোমবার রাতে বাইপাসের ধারে নার্সিং হোম থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর সোজা সিজিও কমপ্লেক্সে চলে যান তিনি। তারপর থেকে ক্রমেই চলছে জেরা। মন্ত্রী আপাতত সুস্থ রয়েছেন, এমনটাই দাবি করছে ইডি। সোমবার দুপুর ১২ টা থেকে শুরু করা হয় জেরা। ইডি দাবি করে যে জ্যোতিপ্রিয়র সঙ্গে রেশন দুর্নীতিতে বাকিবুরের সঙ্গে যোগাযোগ কীভাবে হল? কতদিন ধরে চেনেন তিনি তাকে? বাকিবুরের থেকে জ্যোতিপ্রিয়র কাছে কীভাবে লেনদেন চলত? শেল কোম্পানিতে কীভাবে কোটি কোটি টাকা মানি ট্রেল করা হয়েছে? সম্পত্তির আয়ের উৎস কী? টাকা কোথা থেকে এসেছে? জ্যোতিপ্রিয় ফ্যামিলি ফ্রেন্ড নাকি বাকিবুর? জ্যোতিপ্রিয় ফ্যামিলির ফ্লাইটের বিদেশে যাওয়ার টিকিট ও ক্যানসেল করার টাকা নাকি দিয়েছিল বাকিবুর। বাকিবুরের সঙ্গে ঘনিষ্ঠতা ও আর্থিক লেনদেনকে ভিত্তি করেই এই জেরা।

জানা যায় যে এদিন অমিত দে ও অভিজিৎ দাশকেও তলব করে ইডি। তাঁদের দেওয়া আগের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে আজকের বয়ান। তাঁদের বয়ানের উপর ভিত্তি করেও বেশ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা চালাচ্ছেন ইডির আধিকারিকরা। 

hiring.jpg