জ্যোতিপ্রিয়র কন্যা ED দফতর থেকে বেরোতেই ঘটল অবাক কাণ্ড

বাবা হাসপাতালে আর এদিকে মেয়ে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির কাছে। আজ কিছু নথি দিতে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা। বেরোতেই ঘটল অদ্ভুত কাণ্ড।

author-image
Anusmita Bhattacharya
New Update
jyoti1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ইডির হাতে গ্রেফতার হয়ে বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ছাড়লেই রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হবে ইডির হেফাজতে। এরই মাঝে ইডি দফতরে যান জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। কিছু ফাইল নিয়ে আজ সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। জানা গেছে যে আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন হিসাব দিতেই আজ ইডি দফতরে গেলেন প্রিয়দর্শিনী।

ইডি দফতরে নথি জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে কিছুটা মেজাজ হারিয়ে ফেললেন রেশন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া তো দূর, উল্টে ধাক্কাধাক্কি করেই গাড়িতে উঠে চলে গেলেন তিনি। ইডি দফতরে বেশিক্ষণ ছিলেন না জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী। জানা গিয়েছে যে মাত্র দশ মিনিট থাকতে হয়েছে তাঁকে। তারপরই গাড়িতে উঠে বেরিয়ে গেলেন তিনি। তবে তাঁকে যখন বাইরে প্রশ্ন করা হয়, কী কারণে আজ সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তিনি, তখন কার্যত মেজাজ হারান মন্ত্রীর মেয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাজ্য সরকারের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা।