নিজস্ব সংবাদদাতা: হোলি থেকেই গরম বাড়তে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা হতে পারে এখনই ৩৫ ডিগ্রি। তবে রঙের উৎসবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আজ থেকে টানা বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দোলের আগেরদিন থেকে উত্তরবঙ্গজুড়ে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু চলবে বলে জানা গেছে।
/anm-bengali/media/post_attachments/lingo/atbn/images/story/202503/67cf92e36fb7b-weather--weather-report-113318111-16x9-607726.jpg?size=948:533)
আজ দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার কিছু অংশে বৃষ্টি পাবে মানুষ। এরপর ১৩ থেকে ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দেখা যাবে। ১৫ মার্চ পর্যন্ত টানা বৃষ্টি চলবে সেখানে। এরপর আবহাওয়া শুষ্ক হতে থাকবে।