বৃষ্টি এই ৪ জেলায়! সোমবার থেকে ঘুরবে আবহাওয়ার খেলা

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই চার জেলায়। সোমবার থেকে খেল দেখাবে আবহাওয়া।

author-image
Anusmita Bhattacharya
New Update
rain in night.jpg

নিজস্ব সংবাদদাতা: সরস্বতী পুজোর পর কিছুটা হলেও বেড়ে গেছে তাপমাত্রা। শীতের মরশুমের শেষ ঠান্ডা এই উইকেন্ডে। সোমবার কমতে পারে তাপমাত্রা। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি। সোম ও মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যু-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে।‌ রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হলে জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা।

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg