ভ্যাপসা গরম এখনই শেষ হচ্ছে না! দক্ষিণবঙ্গে বর্ষা কবে?

সোমবার থেকে কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া?

author-image
Anusmita Bhattacharya
New Update
Heat

নিজস্ব সংবাদদাতা: তীব্র গরমের হাত থেকে আপাতত মুক্তি নেই কলকাতার। শুক্রবার রাতের বৃষ্টির পর শনিবার থেকেই ফের বেড়ে গেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা। হাওয়া অফিস বলছে যে আপতত তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা আরও ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম থাকবে। তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। তবে কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গ থেকে তা দূরে। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। ফের হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। তার আগে পর্যন্ত অসহনীয় গরম থাকবে বিভিন্ন জেলায়।

summer