New Update
/anm-bengali/media/media_files/k9Glhr3eBRtwmSE6QtiY.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে৷ এদিকে রেকর্ড গরম ডিসেম্বরেও৷ বিগত দু-তিন দিন ধরে বৃষ্টিপাতের কারণে আকাশ মেঘলা রয়েছে। সব মিলিয়ে তাপমাত্রার পতন হয়েছে বেশ খানিকটা৷ তবে ঝড়বৃষ্টির পর শীতের খেলা শুরু হবে চলেছে এবার।
ডিসেম্বরের শুরুতে শীতের দেখা পাওয়া যায়নি ৷ কিন্তু শীতকালে বিয়েবাড়ি ও নানা অনুষ্ঠান উপভোগ করার জন্য শীতেরও বিশেষ ভূমিক আছে৷ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসজুড়ে এবারের শীত কেমন হবে? জানতে পারা গিয়েছে ২০২২-এর তুলনায় ২০২৩-এ শীতের পরিমাণ কমে যাবে। এর ফলে কমবে শৈত্যপ্রবাহের দাপট৷ তবে এবার স্বাভাবিকের থেকে শীতের প্রভাব বেশি থাকবে বিভিন্ন এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us