/anm-bengali/media/media_files/L1AKEJhLfIyZ3uAThpHM.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ টানা এক সপ্তাহ ধরে ঝড়বৃষ্টির পর রাজ্যে ফের তাপমাত্রা চড়াও হয়েছে। গরমের দাবদহে পুড়ছে গোটা রাজ্য। তবে জানা গিয়ছে, চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই রাজ্যে ঢুকবে বর্ষাকাল। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা রাজ্যে প্রবেশের আগে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/YOljlpRlGwptXRCR1ppZ.jpg)
রাজ্যর একাধিক জেলায় আজ তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আজ পশ্চিমমেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমওপশ্চিমবর্ধমানএইচারজেলায়তাপপ্রবাহেরসতর্কতা জারি হয়েছে।কলকাতাসহদুই ২৪ পরগণা জেলাতেই গরম বাড়বে।
/anm-bengali/media/media_files/9aw4OWrexGqIk1GEP7hg.jpg)
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কাল থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় হতে পারে। পশ্চিমেরবেশ কয়েকটিজেলাতেবজ্রবিদ্যুৎ-সহবৃষ্টিহবে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us