/anm-bengali/media/media_files/8g3DhdftYm3Gx7biRSPA.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিপর্যয়ের মেঘ কাটিয়ে সূর্য দেখা দিয়েছে ২৬ অক্টোবর শনিবার দক্ষিণবঙ্গে। কিন্তু ডানার প্রভাব কাটলেও বৃষ্টি পিছু ছাড়বে না এখনই। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ ১১ জেলায় বৃষ্টির হতে পারে।
শনিবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে বল জানিয়ে দিল হাওয়া অফিস।ডানা ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর লাগাতার বৃষ্টি হওয়ার ফলে বিপর্যস্ত হয়ে যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। জমা জলে মানুষের সমস্যার শেষ নেই। এর মধ্যেই আবারও বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিসের রিপোর্ট বলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১ জেলায় রবিবার বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাতও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় রবিবার ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us