নিজস্ব সংবাদদাতা: আরব সাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে এখন কঙ্কন উপকূল এলাকায় রয়েছে। উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হওয়ার দিকে রয়েছে। ২৭ মে শক্তিশালী হতে পারে নিম্নচাপ। তবে তার আগে থেকেই ভারী বৃষ্টি হবে কলকাতা সহ বেশ কিছু রাজ্যে।
দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার ঝড়বৃষ্টি হবে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড়বৃষ্টি দেখা দিতে পারে। শনিবার দিনভর মেঘলা আকাশ থাকতে পারে। বুধবার বৃষ্টি বেশি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এর সঙ্গে। শনি ও রবিবার ঝড়বৃষ্টি হতে পারে।
/anm-bengali/media/media_files/8utbz69TOI46qriKRhLE.jpg)