উইকেন্ডে দিঘা যাবেন? ছাতা নাকি সোয়েটার নেবেন?

উইকেন্ডে দিঘার সমুদ্রে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন? তার আগে জেনে নিন তোলপাড় বৃষ্টি কবে কমবে। এখানে ক্লিক করে জানুন আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস।

New Update
digharain

নিজস্ব সংবাদদাতা: উইকেন্ডে দিঘা আসছেন? তাহলে ছাতার পাশাপাশি সোয়েটার ভরে নিন ব্যাগে। কারণ দিঘায় বৃষ্টির পরেই হুড়মুড়িয়ে নামবে শীত। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। 

হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় মিগজাউম অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর নিম্নচাপে পরিণত হতেই সেই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণায়। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে। দিঘায় আসা পর্যটকদের ছাতা ও সোয়েটার দুই সঙ্গে রাখা খুব জরুরি কারণ শনিবার থেকেই আবহাওয়া পরিবর্তন হবে। রাতভর বৃষ্টির কারণে দিঘার তাপমাত্রা কমে গেছে অনেকটা।  

 hiring.jpg