/anm-bengali/media/media_files/Isvbw4wCujuKnb73xk57.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) রণডঙ্কা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত ভোট। এদিকে পশ্চিমবঙ্গেপঞ্চায়েতনির্বাচননিয়েআজমঙ্গলবার সর্বদলীয়বৈঠককরবেরাজ্যনির্বাচনকমিশন। অন্যদিকে গতকাল সোমবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে যে যদি কোনও ব্যক্তি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসাবে তাঁর মনোনয়ন প্রত্যাহার করতে চান তবে তাকে সঠিক কারণটি দেখাতে হবে। কমিশন জেলা ম্যাজিস্ট্রেটদের একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করতে বলেছে। প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
West Bengal State Election Commission to hold an all-party meeting today, to discuss the Panchayat elections in the state.
— ANI (@ANI) June 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us