/anm-bengali/media/media_files/19EHc9WQVG9nBsHbMhOK.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃইডি হেফাজতের নির্দেশ শুনে শুক্রবার এজলাসেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন রেশন দুর্নীতিতে জড়িত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায় বাইপাসের ধারে এক নামী বেসরকারি হাসপাতালে। তিনদিন পর সোমবার ওই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হল জ্যোতিপ্রিয়কে। নিজে পায়ে হেঁটেই ইডি অফিসারদের সঙ্গে হাসপাতাল থেকে বেরোলেন তিনি। সোমবার দুপুরেই জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসেছিল ওই বেসরকারি হাসপাতালের মেডিকেল বোর্ড। সেখান সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে। এরপর থেকেই ইডির অফিসারদের তৎপরতা দেখা গিয়েছিল। সোমবার সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন ইডির দুই পদস্থ আধিকারিক। এরপর সোমবার রাতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে নিয়ে বেসরকারি হাসপাতাল থেকে বেরোন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।
#WATCH | West Bengal minister Jyotipriya Mallick being taken away from Apollo Hospital in Kolkata to the ED office after being discharged from here.
— ANI (@ANI) October 30, 2023
Mallick was arrested on October 27 in an alleged case of corruption in PDS ration distribution. pic.twitter.com/KvP8vicxcy
সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ঢোকার সময়েও মূল গেট দিয়ে ঢোকানো হয়নি জ্যোতিপ্রিয় মল্লিককে। অন্য একটি গেট দিয়ে গাড়ি ঢোকানো হয়। ইডি সূত্রে খবর, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনী মল্লিকও আসেন ইডির অফিসে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us