/anm-bengali/media/media_files/QMuruEdJdSSFSbkfDmVr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কুস্তিয়া রোডে দুই ব্যক্তির মধ্যে জল নেওয়াকে কেন্দ্র করে গোলমাল। সেই গোলমালের জেরে প্রাণ গেল (Murder) এক ব্যক্তির। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীকে ধারাল কাঁচি দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ জল নেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা শুরু হয়। নিহতের নাম সাজাদ খান। বাড়িতে স্ত্রী, ছোট দুই সন্তান রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কড়েয়া থানার পুলিশ।
সূত্রে খবর, প্রথমে সাজাদের স্ত্রী ও অভিযুক্তের স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। পরে তাঁদের স্বামীরা ঘটনাস্থলে এসে পৌঁছান। এরপরই ঝামেলা চরমে ওঠে। এলাকার লোকজন জানান, খুব কষ্ট করে সংসার চালাতেন সাজাদ। বিহারে বাড়ি, এখানে কর্মসূত্রে থাকেন। তিন বছরের একটি বাচ্চা অসুস্থ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us