New Update
/anm-bengali/media/media_files/YXcuNfH0UCcZPuJXrSkh.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। লন্ডভন্ড হয়েছে চারিদিক। জানা যাচ্ছে, যার ফলে বহু গাছ ভেঙে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকা। বন্ধ হয়েছে রাস্তাঘাট।
যার ফলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন করে আবার রাতেও ঝড় হতে পারে বলে আতঙ্ক এখনও রয়েছে বহু মানুষের মধ্যে। যদিও রাতে নতুন করে ঝড় হওয়ার কোনও সম্ভাবনা নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে কালবৈশাখীর সময় উত্তাল গঙ্গার ভিডিও দেখা যাচ্ছে। দেখুন ভিডিও-
Kolkata during thunderstorms 💝#Kolkata #kalbaisakhi#hoogly pic.twitter.com/y9IwVO82ft
— Sameer rai🇮🇳 (@samirku65621476) May 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us