জয়েন্টের ফল শুক্রবার, জানালেন শিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৬ মে, শুক্রবার।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
 ন

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৬ মে, শুক্রবার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন। মোট ৯৮ হাজার পরীক্ষার্থী এবার রাজ্যে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় বসেন। শুক্রবার বিকেল ৪টে থেকে ব়্য়াঙ্ক কার্ড বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। ব্রাত্য বসু জানিয়েছেন, ২৬ মে বেলা আড়াইটের সময় সাংবাদিক সম্মেলন করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল এই পরীক্ষা হয়েছিল। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার কোর্সে ভরতির জন্য পরীক্ষা হয়।