/anm-bengali/media/media_files/5S1gw9EbrMcUVP2lMeup.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সব সীমা অতিক্রম করেছেন। সভ্য আচরণের প্রয়োজনীয়তার মধ্যে তাকে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী হিসাবে আমি তাঁকে আমার শ্রদ্ধেয় সাংবিধানিক সহকর্মী হিসাবে বিবেচনা করে সমস্ত শ্রদ্ধা দিয়েছি। তবে তিনি মনে করেন যে তিনি যে কাউকে ধমক দিতে পারেন এবং আমার চরিত্রকে কটাক্ষ করতে পারেন। আমার চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তির সঙ্গে সমঝোতা করা যাবে না। আমার আত্মসম্মানের কোনো হত্যাকাণ্ড বরদাস্ত করা হবে না। সে আমাকে ভয় দেখাতে পারবে না। সে তো আর বড় হয়নি। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি আমার থেকে ভিন্নমত পোষণ করেন, তাহলে অবশ্যই তার ব্যবস্থা করার সাংবিধানিক বিধান রয়েছে। ব্যক্তি হিসেবে মিথ্যার মাধ্যমে চরিত্রহনন করার কোনো অধিকার তার নেই। এটা হতে দেওয়া যায় না। এটা মেগালোম্যানিয়া নয়, 'মমতা ম্যানিয়া' যা বরদাস্ত করা যায় না।"
#WATCH | Delhi: West Bengal Governor CV Ananda Bose says, "Mamata Banerjee has crossed all the limits. She has to function within the requirements of civilized conduct. As a chief minister, I gave her all regard and respect, considering her as my esteemed constitutional… pic.twitter.com/QgQJIKCfWt
— ANI (@ANI) June 29, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us