রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে সাহায্যের হাত! কী করলেন রাজ্যপাল?

রাজ্যের সঙ্গে সংঘাতের মাঝেই মুখ্যমন্ত্রী মমতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
কজন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জায়গা। তার উপর ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনার একাধিক জায়গায় জল ঢুকতে শুরু করেছে। এমন অবস্থায় সোমবারই নবান্নে জরুরি বৈঠক হয়েছে অতিবৃষ্টি ও ডিভিসির বিভিন্ন জলাধারগুলো থেকে জল ছাড়া নিয়ে। রাজ্যের সাত জেলার জেলশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক হয়েছে। ডিভিসি থেকে জল ছাড়ার কারণে এবং অতিবৃষ্টির কারণে বাংলার সাত জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। আর এরপরই রাজভবন সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাজভবন সূত্রে খবর, রাজ্যে ডেঙ্গুর ক্রমবর্ধমান ঘটনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।