Panchayat Election: রাজ্যপালকে চিঠি অধীরের! আর্জি কী?

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

author-image
Aniruddha Chakraborty
New Update
নব

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি রাজ্য নির্বাচন কমিশনের তরফে। বরং রাজ্য পুলিশের উপরেই ভরসার কথা বলতে শোনা গিয়েছে নির্বাচন কমিশনার রাজীব সিনহার মুখে। কিন্তু ভোটের সময়ে রাজ্য পুলিশের উপর যে খুব একটা ভরসা রাখতে পারছে না কংগ্রেস, তা পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণার দিনই বুঝিয়ে দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আর এবার সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখে ফেললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। গতকাল রাজ্যপালকে পঞ্চায়েত ভোট নিয়ে একটি চিঠি পাঠিয়েছেন অধীর। পঞ্চায়েত নির্বাচনে যাতে কেন্দ্রীয় বাহিনীর বন্দোবস্ত করা হয়, রাজ্যপালের কাছে সেই আর্জি জানিয়েছেন তিনি।

চিঠিতে অধীর বলেন, ‘পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজ চলছে। জঙ্গলের দানবের মতো শাসক দলের আশ্রিত গুণ্ডা-দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করছে। রাজ্যের প্রতিটি কোণায় অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। শাসক দলের এই ধরনের মনোভাবের কারণে, গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলো আজ কবরে চাপা পড়ে গিয়েছে।’