/anm-bengali/media/media_files/6Nx7XLSrDCDLlAWbvUrP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, “স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর অকুতোভয় স্বদেশপ্রেম, অন্যায় - অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা আমাদের প্রেরণা ।”
তিনি আরও বলেছেন, “আমি গর্বিত যে এই বীর শহীদকে সম্মান জানিয়ে তাঁর জন্মের পুণ্যদিনটিকে আমাদের রাজ্য সরকার প্রতি বছর ছুটির দিন হিসেবে পালন করে। আদিবাসী সমাজের এই প্রাণপুরুষের নাম আমরা জড়িয়ে নিয়েছি জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়েও।”
স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর অকুতোভয় স্বদেশপ্রেম, অন্যায় - অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা আমাদের প্রেরণা ।
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2024
আমি গর্বিত যে এই বীর শহীদকে সম্মান জানিয়ে তাঁর জন্মের পুণ্যদিনটিকে আমাদের রাজ্য সরকার প্রতি বছর…
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us