TMC-র 'কালো পোশাক'! BJP বলল 'কালো মুখ'

এবার তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কী বললেন তিনি? ক্লিক করে জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
ss tmc bjp.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ কলকাতায় বিজেপির মেগা সমাবেশ। তার আগে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করলেন, 'আজ থেকে ২০২৪- এর লোকসভা নির্বাচনের দামামা বেজে গেল। গরু পাচার এবং অন্যান্য দুর্নীতির তৃণমূলের বিধায়করা যুক্ত। তাদের কালো পোশাক পরার কী দরকার যখন তারা কালো মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে?'