হামলার মুখে ED, আচমকা রাজ্যপালের দ্বারস্থ সুকান্ত মজুমদার

রাজ্যপালের কাছে ছুটলেন বিজেপির রাজ্য সভাপতি।

author-image
SWETA MITRA
New Update
ed sukanta.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আচমকা রাজ্যপাল সিভি আনন্দ বোসের দরবারে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিজেই টুইট করে সেই কথা সকলকে জানিয়েছেন সুকান্ত। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বসুর সঙ্গে দেখা করলেন বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার লেখেন, 'টিএমসি নেতা শাহজাহানের সহযোগীদের দ্বারা ইডি কর্মকর্তাদের উপর হামলার বিষয়টি উদ্বেগজনক। আর এই নিয়ে আমি আমাদের মাননীয় রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসকে রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার উপর সুরক্ষা এবং আস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।'