আপাতত রোদ-মেঘের খেলা, সপ্তাহান্তে ফের ফিরবে বৃষ্টি বলছে হাওয়া অফিস

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
heavy rain gujarat

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হলেও আপাতত স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে উপকূল ও পশ্চিমের জেলাগুলি—দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে সপ্তাহান্তে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বিশেষ করে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খানিকটা বিরতি মিললেও শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

raindeb

রাজধানী কলকাতায় সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি কম হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ থেকে ৯৭ শতাংশ।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার থেকেই তা নিম্নচাপে পরিণত হচ্ছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত। ফলে আগামী দু’দিন, বিশেষত মঙ্গল ও বুধবার, বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।