New Update
/anm-bengali/media/media_files/pcxUsBeOFL9RVzF8aLH2.webp)
নিজস্ব সংবাদদাতা: তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও, দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরম থাকছে। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসার কারণে উত্তরবঙ্গের কিছু জায়গায় প্রবল বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধসের বাড়তি সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে আগামী সাতদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং-এ প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে আগামী সাতদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us