২১ জুলাই : দিনভর বৃষ্টি! ভোগান্তি

ঘূর্ণাবর্তের চোখ রাঙানি! তিন দিন পরেই ভোল বদলাতে পারে আবহাওয়া। ভেস্তে যেতে পারে তৃণমূলের শহীদ স্মরণের অনুষ্ঠান। দিনভর দুর্যোগের আশঙ্কা। জেলার তৃণমূল কর্মী-সমর্থকরা পড়তে পারেন বিপদে। বৃষ্টি হলে যানজটের আশঙ্কাও থাকছে।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত! আগামীকালই ঘনীভূত হবে। নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল থেকে দফায় দফায় শহরতলীতে বৃষ্টি হলেও বজায় ছিল আর্দ্রতা জনিত কষ্ট। তবে মঙ্গলবার সকাল থেকেই দেখা মিলেছে কড়া রোদের। মাঝে মাঝে আবার আকাশ মেঘলাও হচ্ছে। চলছে রোদ-বৃষ্টির খেলা। একদিকে দুর্যোগের হাতছানি বঙ্গে, অন্যদিকে দিন তিনেক পর ২১ জুলাই  শহীদ স্মরণ দিবস পালন করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় হতে চলেছে বিশাল জনসভা। জেলাগুলি থেকে প্রচুর  সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকরা যোগ দেবেন সভায়। মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের শীর্ষ স্থানীয় সকল নেতা নেত্রীদেরই দেখা যাবে শহীদ স্মরণের মঞ্চে। তার জন্য জেলায় জেলায় শুরু হয়েছে কলকাতায় আসার প্রস্তুতি বৈঠক ও রূপরেখা তৈরি। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, ২১ জুলাই দিনভর সঙ্গী হবে বৃষ্টি। ভারী বর্ষণ না হলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বর্ষণ চলবে। যার জেরে ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে শহীদ স্মরণে আগত তৃণমূল কর্মী-সমর্থকদের। প্রতি বছরই হাজার হাজার মানুষের ভিড় হয়। বৃষ্টি মাথায় নিয়ে এর আগেও বক্তব্য রেখেছেন মমতা-অভিষেক। এবারেও বৃষ্টি হলে ভেজা অবস্থাতেই বক্তব্য রাখতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। ফলে যারা শহীদ সভায় যোগ দেবেন ছাতা ও বর্ষাতি অবশ্যই সঙ্গে রাখবেন।

Martyr's Day Observed By TMC In Kolkata Today, See In Pics | TMC Shahid  Diwas: আবেগ হার মানাল বৃষ্টিকে, উৎসাহ-উদ্দীপনায় বাঁধভাঙা তৃণমূলের ২১ জুলাই

বর্ষায় উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও মেটেনি ঘাটতি। তবে কমেছে কিছুটা।দক্ষিণবঙ্গে ৩৬ শতাংশের কাছাকাছি বৃষ্টির ঘাটতি এখনও রয়েছে। এই সপ্তাহের আগে তা ছিল প্রায় ৪০ ছুঁইছুঁই। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হলে ঘাটতি আরো কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে মঙ্গলবার  কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ও বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।  

TMC 21st July LIVE UPDATE: মুড়িতেও জিএসটি; আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে  বিজেপি বিদায় নাও: মমতা বন্দ্যোপাধ্যায় / tmc shahid diwas 2022 dharmatala  rally updates 21 july meeting ...


মঙ্গলবার রোদ বৃষ্টির খেলা চললেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে।মঙ্গলবার থেকে আগামী তিনদিনে উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে উত্তরের জেলা গুলিতে। 

সাত সকালেই ঘন অন্ধকার, সঙ্গে প্রবল হাওয়া! বিধ্বংসী 'কালবৈশাখী'র তাণ্ডব  দিল্লিতে | delhi storm: Delhi faces Kalboishakhi like storm today after  facing high temperature - Bengali Oneindia
এখন দেখার ২১ জুলাই দিনটিতে আবহাওয়া কেমন থাকে। বৃষ্টি দিনটাকে মাটি করে নাকি রোদের দেখা মিলবে।