আকাশে আলোর ঝলক, রাতেই ঝড়-বৃষ্টি! জানুন

কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
rain in night.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ খেলা ঘুরতে শুরু করেছিল দক্ষিণবঙ্গের আকাশে। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকেই আকাশ কালো মেঘে ঢেকেছে। বাজ পড়তে শুরু করেছে কলকাতার আশপাশের এলাকাগুলোতে। শহরতলির বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতাতেও রাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

kmn

শুধু কলকাতাতেই নয়, পার্শ্ববর্তী জেলাগুলোতেও সন্ধ্যা থেকে আকাশ কালো করে রয়েছে। হাওড়া ও উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার রাতে বৃষ্টি নামতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দমকা বাতাস বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। বাঁকুড়া জেলাতেও বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে। 

Add 1

cityaddnew

স

স