New Update
/anm-bengali/media/media_files/FWyxKSDbpOvQpxnKMyut.webp)
নিজস্ব সংবাদদাতা: কলকাতার সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। এদিন এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তরের বেশ কয়েকটি জেলাও ভিজতে পারে বৃষ্টিতে। বঙ্গোপসাগর থেকে রাজ্যের দিকে জলীয় বাষ্প প্রবেশ করেছে। তার কারণেই হতে পারে বৃষ্টি। রাজ্য জুড়ে বজ্রবিদ্যুত্-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়াও বইতে পারে ৩০-৪০কিলোমিটার বেগে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে মঙ্গলবার। কিন্তু, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা।
সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩০-এর ঘর।
/anm-bengali/media/post_attachments/228472eb1e47c59f61091cb97e705190bc4a868111112fca431ecc02e4c51c3d.webp)
/anm-bengali/media/post_attachments/4d63c08d1ce580cc057f847e66b77bc9525ba20054c14cc850b7db12a45c8c0f.jpeg)
/anm-bengali/media/post_attachments/358a644da576703825343a2b63f611819da91f2ae1046d8e73df2168dd08bc69.jpeg)
/anm-bengali/media/post_attachments/b3224d6ce5fbd4752ef02d044cd21d62e31742bbb34c84f97b794cfbf43edc05.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us