/anm-bengali/media/media_files/2025/04/21/sTLy5sj2VZnTV6t2L9Iu.webp)
নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে গ্রীষ্মের রুদ্ররূপ অব্যাহত থাকলেও উত্তর ও উত্তর-পূর্ব ভারতের কিছু অঞ্চলে স্বস্তির বৃষ্টি দেখা দিতে পারে আজ। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল বুধবার বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে, দক্ষিণের রাজ্যগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/01/23/6alanHCLrDnO6JAjmEP7.jpeg)
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বিকেল বা সন্ধ্যাবেলা। একইসঙ্গে অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে আজ বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
/anm-bengali/media/media_files/btT1spuLHaOfGFKRVMge.jpeg)
অন্যদিকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও গরমের রেহাই নেই। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
/anm-bengali/media/media_files/pnKDTcM8DYsX8bRY4EqJ.jpg)
উল্লেখ্য, আজ দিনের বেশিরভাগ সময়ই রোদের তেজ বেশি থাকবে। বাইরে বের হলে অবশ্যই হালকা রঙের সুতির পোশাক পরতে বলা হয়েছে। সঙ্গে রাখতে হবে ছাতা, সানগ্লাস ও পর্যাপ্ত পরিমাণ জল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us