বড় খবর: CYCLONE আসুক বা না আসুক, শুক্রবারের পর পাল্টে যাচ্ছে আবহাওয়া

রাজ্যে গরমের দাপট কমতে না কমতেই আসছে ঘূর্ণিঝড়। এই নিয়ে চিন্তায় পশ্চিমবঙ্গের মানুষ। কতটা ক্ষতিসাধন করবে এই ঘূর্ণিঝড় সেটা নিয়ে এখন আতঙ্ক শুরু হয়ে গেছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
cyclone1

নিজস্ব সংবাদদাতা: বুধবার বেলা বাড়তেই রোদ উধাও হয়ে গিয়ে ভিজল কলকাতা (Kolkata)। কলকাতা সংলগ্ন দুই ২৪ পরগনা ও হাওড়াতেও বৃষ্টি (Rain) হয়েছে। এতদিন বঙ্গবাসী বৃষ্টির জন্য হাহাকার করছিল। তবে এর পাশাপাশি আবহাওয়া (Weather) নিয়ে এবার বড় ইঙ্গিত। হাওয়া অফিস বলছে যে ‘মোচা’ ঘূর্ণিঝড় (Cyclone Mocha) আসুক বা না আসুক, এই সপ্তাহের শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়া (Storm) বইতে পারে এবং সেই সঙ্গে জারি থাকবে বৃষ্টি। তার থেকেও বড় খবর এটাই যে শুক্রবারের পর আবহাওয়ার বদল হতে পারে। মোচার লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে। 

ad.jpg