নিজস্ব সংবাদদাতা: রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? জানা গেছে যে রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি দেখা দেবে না। শুষ্ক থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। উত্তরবঙ্গের আটটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে না।