West Bengal: আজ তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড়! বৃষ্টিতে ভাসবে এই জেলা

আজ তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড়! এবার এর প্রভাবে বৃষ্টিতে ভাসবে বেশ কিছু জেলা। রইল সেই তালিকা।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
dxsadsa

নিজস্ব সংবাদদাতা: রবিবার ভোরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় মিগজাউম। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব মূলত দক্ষিণ ভারতে পড়তে চলেছে । কিছুটা প্রভাব দেখা দিতে পারে ওড়িশাতেও। পশ্চিমবঙ্গের উপর কোনও প্রত্যক্ষ প্রভাবই দেখা যাবে না। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। তাছাড়া আলাদাভাবে কোনও সতর্কতা জারি করা হয়নি এখানে।

সম্ভাব্য ঘূর্ণিঝড় মিগজাউম অনেক দূরে থাকায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। এদিকে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হবে না বৃষ্টি।