শনিতেই আছড়ে পড়ছে নামহীন ঝড়, সঙ্গী ব্যাপক বৃষ্টি, চরম সতর্কতা জারি

দুর্যোগের কালো ছায়া এখনই যাচ্ছে না বাংলার আকাশ থেকে।

author-image
SWETA MITRA
New Update
weather rainn.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোর মুখে ফের একবার রাজ্যে আবহাওয়া (Weather) বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মাসে বাংলার আকাশে দুর্জোগের কালো মেঘের আনাগোনা বাড়বে বলে জানিয়ে দেওয়া হল হাওয়া অফিসের তরফে। আগামী শনিবার থেকেই বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। শনিবার ও রবিবার উপকূলবর্তীয় এলাকাগুলিতে ঝড়ের তাণ্ডব চলবে। সেইসঙ্গে অব্যাহত থাকবে বৃষ্টি। এদিকে  আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি ঘটবে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে মৌসুমি অক্ষরেখাও চোখ রাঙাচ্ছে। আর এই জোড়া ফলার কারণে রাজ্যে একপ্রকার আবহাওয়া তাণ্ডব চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে।  এদিকে বীরভূমের নলহাটিতে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে বিপত্তি ঘটেছে। নলহাটি ব্লকের একাধিক গ্রাম জলমগ্ন। ফেরিঘাট ভেঙে গিয়েছে। প্লাবিত একের পর এক চাষের জমি।  সাঁইথিয়া থেকে রামপুরহাট যাওয়ার ফেরিঘাট ভেঙে গিয়েছে। যে কারণে যথেষ্ট অসুবিধার মুখে পড়েছেন মানুষ।